Posts

Showing posts from October, 2018

দূর্গা মা

Image
আসছে মাতা দূর্গা মাতা           আসছে মোদের ঘরে পুজোর প্রদীপ জ্বলবে এবার              সবারই ঘরে ঘরে ||

নীরবতার নীড়

Image
নীরবতার নীড়ে যেমন স্মৃতিরা বারে বারে ঘুরে ফিরে আসে তেমনি ইচ্ছেরাও ফাঁকি দিয়ে যায় নানা বাস্তবতার ভিড়ে ।। #আমার_হৃদয়

আমার হৃদয়

Image
আমার এই হৃদয় খুঁজে তোমায় সারাক্ষণ কেনো কি কারণে জানে শুধু এই মন || #আমার_হৃদয়

ভালোবাসার বিশ্বাস

Image
ভালোবাসার বিশ্বাস যদি একবার হারিয়ে যায় তাহলে ফিরে পাওয়া খুব মুস্কিল

শুধু ভালোবাসা

Image
হৃদয় মাঝে লুকানো তোমার ছবি     এঁকেছি অনুভবে যাবে না দেখা     আছে অনেক গভীরে     এরি নাম ভালোবাসা     শুধু ভালোবাসা ।।

এড়িয়ে চলা

Image
স্বপ্ন গুলোও আজ স্বার্থপর হয়ে গেছে সারাক্ষণ শুধু নিজেকে এড়িয়ে চলে ।।